কলকাতা পুজো

চেতলা অগ্রণীতে প্রতিমার চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী

প্রতিবছরই মহালয়ার দিন হয় মা দুর্গার চক্ষুদান। কিন্তু চলতি বছর মহালয়ার প্রায় একমাস পরে পুজো থাকায় আজ সোমবার চেতলা অগ্রণীতে মা দুর্গার চক্ষুদান সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরই পুজোর সময় একের পর এক পুজো প্যান্ডেল উদ্বোধনের জন্য যান মুখ্যমন্ত্রী। কিন্তু এই বছর করোনা আবহে ভার্চুয়ালি পুজো প্যান্ডেলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । কারণ মুখ্যমন্ত্রী কোনও পুজো উদ্বোধনে যাওয়া মানেই সেখানে বাড়তি ভিড়, তাঁকে একবার দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কোভিড সংক্রমণের এই সময়ে যা বিপজ্জনক। হতে পারে সেসব চিন্তা করেই মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন।