সাময়িকভাবে স্থগিত হল টুইটার কেনার চুক্তি। নিজের টুইটার থেকেই পোস্ট করে এই কথা জানালেন টেসলা কর্তা এলন মাস্ক। মাস্কের টুইটার কেনার ঘোষণার প্রায় ১৪ দিন পর এই তথ্য সামনে এসেছে। প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার মাস্কের কাছে বিক্রি হয়ে যাওয়ার খবর প্রকাশ্যে আসে। কিন্তু হঠাৎ কেন স্থগিত করা হল এই ডিল? মাস্ক জানিয়েছেন কিছু নথিগত সমস্যার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাস্ক জানাচ্ছেন, টুইটারের মোট ব্যবহারকারীর ৫ শতাংশের কম ভুয়ো বা স্প্যাম প্রোফাইল। এর স্বপক্ষে প্রমাণ স্বরূপ এখনও কোনও তথ্য মাস্ক হাতে পাননি। কিন্তু তিনি এখনও ফেক অ্যাকাউন্ট সম্পর্কে সন্দিহান। সেই কারণে সামাজিক মাধ্যমকে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। টুইটারের বাজার শেয়ার প্রায় ২০ শতাংশ নেমে গিয়েছে। টুইটার এর আগে একটি তথ্য জারি করে জানিয়েছিল, ৫ শতাংশের কম ফেক অ্যাকাউন্ট রয়েছে। সেই মতোই ডিলের তথ্য দাবি করেছেন মাস্ক।