মধ্যপ্রদেশ হাইকোর্টের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতিতে মধ্যপ্রদেশে উপনির্বানের আগে জনসভা করা যাবে না। ভার্চুয়াল সভা করুক রাজনৈতিক দলগুলো। নির্দেশ দিয়ে হাইকোর্ট। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের অভিযোগ, ভোট পরিচালনায় কমিশনের কাজে হস্তক্ষেপ করতে গোটা কর্মকাণ্ডই লাইনচ্যুত হতে পারে। অন্যদিকে বিজেপির দাবি, রাজ্যের কিছু জায়গায় জনসভার অনুমতি দেওয়া হচ্ছে, আবার কিছু জায়গায় দেওয়া হচ্ছে না। এমনকী বিহারেও একই সময়ে বিধানসভা ভোট। সেখানেও জনসভা হচ্ছে। তাহলে মধ্যপ্রদেশে কেন তা করতে দেওয়া হচ্ছে না। মধ্যপ্রদেশ হাইকোর্ট জেলা ম্যাজিস্ট্রেটদের পরিষ্কার জানিয়ে দিয়েছে, যদি ভার্চুয়াল সভা একেবারেই করা না যায়, তবেই জনসভার অনুমতি দেওয়া যেতে পারে। নির্বাচন কমিশনের বক্তব্য, অনুমতি দেওয়া হবে কি না, তার সিদ্ধান্ত নেওয়া উচিত কমিশনের। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘হাইকোর্টের রায়কে স্বাগত। কিন্তু এক রাজ্যে দু’ধরনের নিয়ম চলতে পারে না। রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাচ্ছি।’