সম্পাদকীয়

বঙ্গের ভোটে বিজেপির নির্যাস

নিবেদিতা শেঠঃ ব্যাটলগ্রাউন্ড নন্দীগ্রাম, নজরে উত্তরবঙ্গ, নজরে জঙ্গলমহল। বঙ্গে এবার বিজেপি না তৃণমূলই, অপেক্ষায় গোটা রাজনৈতিক মহল। এবারের বিধানসভা ভোটে জবরদস্ত লড়াইয়ে নেমেছে গেরুয়া শিবির। ভোটের ময়দানে নেমেছেন শান্তনু ঠাকুর, বাবুল সুপ্রিয়দের মতো সাংসদরা। মোদী, অমিত শাহ, নাড্ডাদের মতো একের পর এক হেভিওয়েট নেতাদের জনসভা রাজ্য রাজনীতিকে সরগরম করে তুলেছে। রাহুল, মুকুল, শান্তনু, শুভ্রাংশুর পাশাপাশি ভোটের আগে আগেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু, রাজীব, প্রবীর ঘোষালদের প্রার্থী হওয়া পদ্ম শিবিরে ক্ষোভ, বিক্ষোভ ক্রমশ জোড়ালো হয়েছে। হেস্টিংসে বিজেপির কার্যালয় থেকে বিভিন্ন জেলায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবুও প্রার্থী বদলের কোনো সিদ্ধান্ত নেয় নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে কী তৃণমূলের থেকে আসা নেতাদের বেশি ভরসা করছে শীর্ষ নেতৃত্ব? অন্যদিকে শ্রাবন্তী, পায়েল, যশ, হীরণ,রুদ্রনীল, পাপিয়াদের মতো একাধিক তারকাদের বিজেপির প্রার্থী তালিকায় রেখে রাজ্যের শাসকদলের কায়দাটা কিছুটা অনুকরণের জায়গা নিল বৈকি গেরুয়া শিবির। তবে যাই করুক আর যাই বলুক বিজেপি, বাংলা দখলের লড়াইটা যে বিশেষ সহজ হবে না, না চাইলেও তা ঠারেঠুরে বুঝিয়ে ফেলছে পদ্ম শিবির। এখন গেরুয়া নির্যাস কতটা দাওয়াই হবে বাংলার বিধানসভা ভোটে, তা দেখা সময়ের অপেক্ষা।

প্রতীকী ছবি।