করোনা মোকাবিলায় ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা
নয়াদিল্লিঃ আজ ফের জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, চতুর্থ ধাপের লকডাউন নতুন রকম হবে, নতুন নিয়ম বিধির হবে। কিন্তু এই চতুর্থ ধাপের লকডাউনের বিধি নিষেধ নিয়ে ১৮ মে বিস্তারিত জানাবেন তিনি। করোনার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে গোটা দেশ। এই আবহে আজ ফের জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনায় বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা মোদির। প্রধানমন্ত্রী বললেন, ‘এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারতের কাজ করবে। ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ। দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ এই প্যাকেজ। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্যাকেজ। সংগঠিত, অসংগঠিত সব শ্রেণির মানুষের জন্য এই প্যাকেজ। জমি, শ্রম, নগদের জোগানের জন্য এই প্যাকেজ । অর্থমন্ত্রী আগামীকাল বিস্তারিত জানাবেন এ ব্যাপারে’। এদিন জাতির উদ্দেশে ভাষণে মোদি বললেন, ‘করোনায় অনেক ভারতীয় তাঁদের স্বজনকে হারিয়েছেন। তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একটা ভাইরাস দুনিয়াকে তছনছ করে দিয়েছে’। মোদি আরও বললেন, ‘ভাইরাস থেকে নিজেদেরকে বাঁচিয়ে এগিয়ে যেতে হবে। এমন সংকট আগে দেখিনি আমরা। এই সংকট থেকে আমাদের মুক্তি পেতেই হবে। নিয়ম মেনে এই ভাইরাসের কবল থেকে আমাদের রক্ষা করতে হবে। করোনা পরিস্থিতি ভারতকে আত্মনির্ভর হতে শেখাচ্ছে। আমাদের সংকল্প আত্মনির্ভর ভারত’। প্রধানমন্ত্রী পাঁচটি স্তম্ভের কথা বলছেন।তাঁর কথায় আমাদের প্রথম স্তম্ভ অর্থনীতি। দ্বিতীয় পরিকাঠামো, তৃতীয় স্তম্ভ আমাদের ব্যবস্থাপনা যা প্রযুক্তিভিত্তিক। চতুর্থ স্তম্ভ জনসংখ্যা এবং পঞ্চম স্তম্ভ চাহিদা। তাঁর যুক্তি দেশে চাহিদা বাড়াতে আমাদের চাহিদে জোগানের শৃঙ্খল আরও জোরদার করতে হবে। দেশবাসীকে দেশীয় বা দেশজ সামগ্রির প্রতি আগ্রহ বাড়ানোর কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজেদের প্রয়োজন মেটাতে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে জিনিস কিনুন। দেশীয় জিনিস বেশি করে কেনার কথা বলেছেন তিনি। তাই ভোকাল ফর লোকাল হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী।