ক্ষমতার অপব্যবহার করে ভোটগণনায় কারচুপি করেছেন। এই অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল পরাজিত প্রতিপক্ষ। দুবছর ধরে ৭৩টি শুনানির পর অবশেষে মঙ্গলবার রাজ্যের মন্ত্রী ভূপেন্দ্র সিংহ চুদাসামার বিধায়কপদ বাতিল করল গুজরাত হাইকোর্ট। এর ফলে চরম অস্বস্তিতে পড়েছে বিজয় রূপানির নেতৃত্বাধীন বিজেপি সরকার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে আমেদাবাদ জেলার ঢোলকা বিধানসভা থেকে বিজেপি -এর টিকিটে নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন বর্ষীয়ান নেতা ভূপেন্দ্র সিং চুদাসামা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিকটতম প্রতিপক্ষ কংগ্রেসের অশ্বিনী রাঠোরকে মাত্র ৩২৭ ভোটে পরাজিত করেন তিনি। ফলাফল প্রকাশের পরেই তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ভোটগণনায় কারচুপির অভিযোগ তোলেন কংগ্রেস প্রার্থী। বিজয় রুপানি মন্ত্রিসভার আইন ও শিক্ষা-সহ একাধিক দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র সিংহ চুদাসামার বিধায়কপদ খারিজ হওয়ার এই ঘটনায় প্রবল অস্বস্তিতে পড়েছে বিজেপি। ভারতের রাজনীতির ইতিহাসে এই ঘটনা বিরল বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদিকে হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে ভূপেন্দ্র সিংহ চুদাসামা সুপ্রিম কোর্টে যাচ্ছেন বলে জানা গিয়েছে।