জেলা

জেলা আইনী পরিষেবা কেন্দ্রের উদ্যোগে স্বাস্থ্যশিবির

প্রিয়াংকা সেনগুপ্ত ,পশ্চিম মেদিনীপুরঃ বিশ্ব স্বাস্থ্যদিবস উপলক্ষে বুধবার একটি স্বাস্থ্যশিবির অনুষ্ঠিত হল পশ্চিম মেদিনীপুর জেলা আইনী পরিষেবা কেন্দ্রের উদ্যোগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনী পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান তথা জেলা জজ সৌমেন্দু নাথ দাস,জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সেক্রেটারী বিচারক সম্রাট রায়,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নারায়ন চন্দ্র মন্ডল প্রমুখ। প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করে জেলা জজ সৌমেন্দুবাবু বলেন, বিশ্ব স্বাস্থ্যদিবসে একটি স্বাস্থ্যশিবির করে আদালতের কর্মচারী বিশেষ করে বয়স্ক কর্মচারীদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটাই উদ্দেশ্য ছিল। আদালতের কাজের স্বার্থে অনেক সময় ছোটো ছোটো শারীরিক অসুবিধা গুলিকে অনেকেই এড়িয়ে চলেন। যা হয়ত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে বড় কোন বিপদ ডেকে আনবে না। বিচারক সম্রাট রায় জানান,আইনজীবী ও আদালত কর্মচারী সহ প্রায় দেড়শো জন এদিন শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান।