দেশ

করোনা পরিস্থিতিতে যোগের গুরুত্ব বেড়েছেঃ প্রধানমন্ত্রী

আজ আন্তর্জাতিক যোগ দিবস। অন্যান্য বছর এদিন সাদরে পালন করা হয় এই দিন। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে যোগাভ্যাস করেন। তাঁর সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নেন একাধিক মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। করোনাভাইরাসের সংক্রমণের কারণে অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কিন্তু যোগ দিবসে দেশবাসীকে নিজের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। দিলেন করোনার বিরুদ্ধে লড়াই করার মন্ত্র। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক যোগ দিবস ২০২০ উপলক্ষে রবিবার জাতির উদ্দেশে ভাষণ দেন। যোগা করার উপকারিতাগুলি বর্ণনা করেন। শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য ওরে যোগা। প্রধানমন্ত্রী সকলকে অনুলোম বিলোম এবং প্রাণায়াম করতে অনুরোধ করেন। বিশেষ করে করোনাভাইরাস মহামারীর এই সময়ে যোগা করা অত্যন্ত জরুরি বলেও তিনি জানান। জনতার উদ্দেশে ভাষণে তিনি আরও বলেন, এই দিনটি সংহতি ও সর্বজনীন ভ্রাতৃত্বের দিন। স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, “একজন আদর্শ ব্যক্তি হলেন তিনি, যিনি সম্পূর্ণ নির্জনতায় সচল থাকেন এবং চূড়ান্ত উথালপাতালের মধ্যে পুরোপুরি শান্তি অনুভব করতে পারেন। যা যে কোনও ব্যক্তির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।” তিনি জানান,”আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা বেশি হলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সুবিধা হয়। আর যোগ আমাদের প্রতিরোধ ক্ষমতা এবং মেটাবলিজম বাড়ায়। করোনা মানুষের শ্বাসযন্ত্রে সবথেকে বেশি প্রভাব ফেলে।স্বাস্থ্যকর পৃথিবীর অনুসন্ধানের ক্ষেত্রে আমাদের চেষ্টা আরও বাড়িয়ে তোলে যোগাভ্যাস। এটা ঐক্যের শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং মানবতার বন্ধনকে আরও দৃঢ় করেছে। এটা বৈষম্য করে না। তা জাতি, বর্ণ, লিঙ্গ, বিশ্বাস এবং দেশের গণ্ডি টপকে যায়। যে কেউ যোগ করতে পারেন। যোগের অর্থই হল- অনুকূলতা-প্রতিকূলতা, সফলতা-বিফলতা, সুখ-সংকট, যে কোনও পরিস্থিতিতে অবিচল থাকাই হল যোগ।