কলকাতা

রাজ্যে ৩০ জুন পর্যন্ত চলবে লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতাঃ করোনা সংক্রমণ রুখতে ৩০ জুন অবধি গোটা দেশে পঞ্চম দফার লকডাউন জারি করেছিল মোদী সরকার। যদিও পশ্চিমবঙ্গে তা ১৫ জুন অবধি জারি ছিল। তবে এর মাঝেও বেশ কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছিল। সোমবার থেকেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে কলকাতা। তিনি বলেন, ‘গণপরিহণ চালু হয়েছে। ফলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরবর্তীতে আরও বেশি হারে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই প্রত্যেকে সচেতন হন। নিয়মাবলি মেনে চলুন।’ এদিন আরও কিছু ক্ষেত্রে ছাড় দিলেন মুখ্যমন্ত্রী।  ধর্মীয় সভা, অন্নপ্রাশন, বিয়ে বাড়ি অথবা যেকোনও অনুষ্ঠানে ১০ জনের পরিবর্তে ২৫ জন পর্যন্ত জমায়েত করতে পারবেন বলে জানান তিনি। কলকাতা ও বিভিন্ন কমিশনারেট এলাকায় এবার সাইকেল চলাচলের জন্য রাস্তায় আলাদা জায়গা নির্ধারণে পুলিশকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে বলে আজ নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাম্প্রতিক করোনা পরিস্থিতির কথা বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।