দেশ

শ্রমিক স্পেশাল নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল রেলমন্ত্রক

প্রয়োজন ছাড়া চড়বেন না শ্রমিক স্পেশালে’, আর্জি রেলের

বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে ট্রেন বা বাসের ভাড়া নেওয়া যাবে না। তার একদিন পরই শ্রমিক স্পেশাল নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল রেলমন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিনই দেশের প্রায় সর্বত্র শ্রমিক স্পেশাল ট্রেন যাতায়াত করছে। এর উদ্দেশ্য হল পরিযায়ী শ্রমিকেরা যাতে নিজেদের ঘরে ফিরতে পারেন। কিন্তু এই পরিষেবা দিতে গিয়ে দেখা গিয়েছে কয়েকটি দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটেছে। এই কারণে, এবার থেকে হাইপারটেনশন, ডায়াবেটিক রোগী, কার্ডিও সমস্যা আছে এমন রোগী, ক্যানসার রোগী, অন্তঃস্বত্ত্বা, ১০ বছরের কম শিশু, ৬৫ বছরের ঊর্দ্ধে বয়স এমন ব্যক্তিরা খুব জরুরি না হলে এই পরিষেবা না নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এদিন টুইটাররে রেলমন্ত্রী বলেন, কোভিড -১৯-এর প্রাদুর্ভাবের মধ্যে ভ্রমণ করলে, গর্ভবতী মহিলা, ৬৫-ঊর্ধ্ব বা অনুর্ধ্ব ১০ বছরের ব্যক্তিদের এবং উচ্চ রক্তচাপ-এর মতো শারীরিক সমস্যায় ভোগা ব্যক্তিদের তাঁদের জীবনের ঝুঁকি তৈরি হচ্ছে। রেলমন্ত্রকের তরফে অনুরোধ করা হয়েছে, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার, উচ্চ রক্তচাপে ভুগছেন বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের এই ধরণের ভ্রমণ এড়িয়ে চলা উচিত।