স্বাধীনতার ৭২ বছর পর পাল্টে যেতে পারে দেশের নাম! এই মুহূর্তে সুপ্রিম কোর্টে একটা পিটিশন দায়ের হয়েছে যেখানে সংবিধান থেকে শুধুমাত্র ভারত নামটিই বেছে নেওয়ার আর্জি জানানো হয়েছে । ভারতের কী নাম হবে এই নিয়ে ঐতিহাসিক সময় থেকে এই নিয়ে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে । অনেক বিতর্কের পর ভারতের দুটো নাম বেছে নেয় সংবিধান । একটি ইন্ডিয়া অন্যটি ভারত । বর্তমানে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে আবেদন করা হয়েছে শুধু ভারত নামটিই রাখার জন্য। পিটিশন যিনি দায়ের করেছেন তিনি দিল্লির বাসিন্দা । তিনি সংবিধানের ১ নম্বর আর্টিকেল উল্লেখ করেছেন । যাতে দেশ ও তার সীমানে নিয়ে বিস্তারিত বিবরণ রয়েছে ।সংবিধান আর্টিকেল ওয়ানে বলা হয়েছে , ‘ইন্ডিয়া যেটা ভারত, সেটা অনেক রাজ্যের সংযুক্তি। ‘ পিটিশনার বলেছেন ইন্ডিয়া নামটির মধ্যে দাসত্বের একটি গন্ধ পাওয়া যায়। তার চেয়ে পরিচিতি হিসেবে ভারত বা হিন্দুস্তান দেশের একটি নাম হওয়া উচিত। এর আগে ২০১৪ সালে, উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লোকসভায় একটি বিল উপস্থাপন করে ‘ইন্ডিয়া’ নামটির জায়গায় ‘হিন্দুস্তান’-কে দেশের প্রাথমিক নাম হিসাবে গ্রহণ করার প্রস্তাব দিয়েছিলেন।