দেশ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লক্ষ ৫৪ হাজার ৬৫, মৃত ১১ হাজার ৯০৩, সুস্থ ১ লক্ষ ৮৬ হাজার ৯৩৫

আজ স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২,০০৩ জন করোনা আক্রান্তের প্রাণ গিয়েছে। পাশাপাশি প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষের আক্রান্ত হওয়ার ধারা অব্যাহতই। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৭৪ জন। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫৪ হাজার ৬৫। মৃত্যু হয়েছে মোট ১১ হাজার ৯০৩ জন রোগীর। তবে স্বস্তির খবর এটুকুই যে, ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৯৩৫ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ২২৭ জন। বুধবার স্বাস্থ্যমন্ত্রকের থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।