দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫ লক্ষের গণ্ডি। পাশাপাশি, একদিনে ফের রেকর্ড সংখ্যক আক্রান্ত হল দেশে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হলেন ১৮ হাজার ৫৫২ জন। ওই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৮৪ জন। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে মোট কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৮ হাজার ৯৫৩ জন। প্রাণ হারিয়েছেন মোট ১৫ হাজার ৬৮৫ জন। এখন দেশে চিকিৎসাধীন রয়েছেন ১,৯৭,৩৮৭ জন কোভিড রোগী। তবে স্বস্তির খবর এই যে, ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৮৮১ জন রোগী।