করোনায় একদিনে আক্রান্তের হিসেবে প্রতিদিনই নজির গড়ে চলেছে দেশ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৯৬ জন। যা এ পর্যন্ত ভারতে একদিনে সর্বাধিক। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৮৬ হাজার ৫৭৯। মৃত্যু হয়েছে মোট ৮ হাজার ১০২ জন রোগীর। তবে স্বস্তির খবর এটুকুই যে, সুস্থ হয়ে ইতিমধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ২৯ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৩৭ হাজার ৪৪৮ জন। আজ স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে।