নয়া কৃষি আইন স্থগিতাদেশ দেওয়ার পর এবার এই আইন নিয়ে আলোচনার জন্য কৃষি বিশেষজ্ঞদের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু সেই কমিটির সদস্যরা এই আইনের সমর্থনে প্রকাশ্যেই বারে বারে বক্তব্য রেখেছেন বলে তাঁদের সঙ্গে কোনো প্রকার আলোচনা করতে বা সেই কমিটিকে মান্যতা দিতে রাজি নয় আন্দোলনকারী কৃষকরা। তাই আগের মত এখনও নিজেদের দাবিতেই অনড় থাকল কৃষকরা। তাঁদের দাবি, কেন্দ্রের তৈরি এই ৩টি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। তাই এই কমিটির সঙ্গে কোনো আলোচনার ব্যাপারে স্পষ্ট না করে দিয়েছেন তাঁরা। এর আগে একাধিক দফায় কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক হয়েছিল কৃষকদের। কেন্দ্রের দাবি ছিল, এই ৩টি কৃষি আইন সংশোধন করে বলবৎ করা হবে। কিন্তু কৃষকরা স্পষ্ট জানিয়ে দেয় যে, তাঁরা এই আইন সম্পূর্ণ প্রত্যাহার চান। এরপর এই আইন প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কৃষকরা। প্রথমে ৩টি কৃষি আইনে স্থগিতাদেশ দিলেও পরে সুপ্রিম কোর্টের তরফে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। যার মাধ্যমে এই আইনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তেও না করে দেয় কৃষক সংগঠন গুলি। তাঁদের বক্তব্য, আইন প্রত্যাহার না করা পর্যন্ত তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন।