করোনা বিধি শিকেয় তুলে নৈশ্য পার্টির আয়োজন করা হয়েছিল পার্ক হোটেলে। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩৭ জন। কিন্তু তদন্ত যত এগোচ্ছে ততোই গেরোয় পড়ছে পার্ক হোটেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ওই পাঁচতারা হোটেলে মহিলাদের নামে ঘর বুক করার থাকত। কিন্তু কেন? এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতেই পার্ক হোটেলের জেনারেল ম্যানেজার-সহ ৯ জনকে তলব করল লালবাজার। গত শনিবারের এই ঘটনায় বুধবার লালবাজারে তদন্তকারী অফিসারেরা হোটেল কর্তৃপক্ষের মুখোমুখি হয়। ওই নাইট পার্টিতে কর্তৃপক্ষের কোনও মদত ছিল কিনা তা জানতে চায় পুলিশ। অন্যদিকে, ধৃত প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধেই অতিমারী আইনে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এরপর আগামী সোমবার লালবাজার হাজিরা দিতে নির্দেশ দেওয়া হল পার্ক হোটেলের জেনারেল ম্যানেজারকে। পুলিশ সূত্রে খবর, মহিলা ও বিদেশিনীর নামে পার্ক হোটেলে নিয়মিত ঘর ভাড়া নেওয়া হত। এর আসল কারণ কী? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আরও ৮ জনকে তলব করা হয়েছে লালবাজারে।