আগামী ৩০ ডিসেম্বর উদ্বোধন হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের। বৃহস্পতিবার এমনই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। যদিও এ ব্যাপারে রাত পর্যন্ত সরকারিভাবে কোনও মন্তব্য করেনি রেল বোর্ড। পূর্ব রেলের শীর্ষ সূত্রে দাবি করা হয়েছে যে, রেলমন্ত্রক থেকে এই ইস্যুতে এখনও পর্যন্ত কোনও ‘কনফার্মেশন’ আসেনি। ফলে স্বাভাবিকভাবেই সুকান্তবাবুর দাবিকে কেন্দ্র করে তৈরি হয়েছে তুমুল ধোঁয়াশা। এদিন বিজেপির রাজ্য সভাপতি এক টুইট বার্তায় লেখেন, ‘উত্তরবঙ্গের মানুষকে হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। যখন রাজ্য সরকার উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করে রাখছে, তখন আগামী ৩০ ডিসেম্বর মোদিজি ওই নতুন ট্রেনের উদ্বোধন করবেন।’