দেশ

পুজোর মরশুমে ১৯৬ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেল

আগামী ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ১৯৬ জোড়া বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আগে থেকেই বলা হয়েছিলো পুজোর মধ্যে অনেকেই ঘুড়তে যান, সেই ধারাবাহিকতা বজায় রাখতেই চালানো হবে বাড়তি ট্রেন। ভারতীয় রেল বিভিন্ন জোনে আরও ৩৯ জোড়া নতুন ট্রেন‌ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। জেনারেল এসি এক্সপ্রেস, শতাব্দী, রাজধানী ও দুরন্ত সহ নতুন ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল। করোনা আবহে প্রায় বহু দিন বন্ধ ছিলো রেল পরিষেবা। কিন্তু ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ২০০টি বিশেষ ট্রেন পরিষেবা শুরু করা হবে বলে আগেই জানিয়েছিলো রেল কর্তৃপক্ষ। এরমধ্যে পশ্চিমবঙ্গ যে ৫৬টি বিশেষ ট্রেন চালু করার অনুমোদন পেয়েছে সেই ট্রেন গুলি কলকাতা, হাওড়া, শিয়ালদহ, সাঁতরাগাছি এবং নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়া হবে বলে জানা গেছে। এরমধ্যে উল্লেখযোগ্য বিশেষ ট্রেন যেগুলি প্রতিদিন চলবে সেগুলি হল, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি, হাওড়া-জম্মু-তাওয়াই, শিয়ালদহ-জয়নগর, হাওড়া-কাঠগোদাম, আজমেঢ়-শিয়ালদহ, উদয়পুর সিটি-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী, টাটানগর-হাওড়া, রাঁচি-হাওড়া, হাওড়া-দিঘা, পুরী-হাওড়া, বিকানির জংশন-কলকাতা। সাঁতরাগাছি-পুণে, সাঁতরাগাছি-পুরী, হাওড়া-এর্নাকুলাম ট্রেন সপ্তাহে একদিন চালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাঁতরাগাছি-চেন্নাই ট্রেনটি দুই সপ্তাহ অন্তর চালানো হবে। লোকমান্য তিলক টার্মিনাল-হাওড়া চলবে সপ্তাহে দুদিন। গুয়াহাটি-কলকাতা সপ্তাহে তিন দিন এবং কলকাতা-গোরখপুর সপ্তাহে চারদিন চালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।