কলকাতা

কলকাতা থেকে সরানো হল ইডি-র পূর্বাঞ্চলের স্পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্তাকে

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি-র পূর্বাঞ্চলের স্পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্তাকে হঠাৎই দিল্লি বদলি করে দিল মোদি সরকার। তাঁকে স্পেশাল ডিরেক্টর (অ্যাডজুডিকেশন) করে পাঠানো হল দিল্লিতে। পরিবর্তে পূর্বাঞ্চলের ডিরেক্টর পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল, দুঁদে আইআরএস অফিসার বিবেক ওয়াদেকরকে।অনেকে বলেন, ইনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর পছন্দের অফিসার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অফ অ্যাপয়ন্টমেন্ট এই রেভিনিউ সার্ভিসের অফিসারকে ২০১৮ সালে ইডি-র স্পেশাল সেক্রেটারি পদে নিয়োগ করে। আরও বড় ব্যাপার হল, রাজীব গান্ধী ফাউন্ডেশন এবং ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম খতিয়ে দেখার জন্য আন্তঃমন্ত্রক কমিটির নেতৃত্বে ছিলেন ১৯৯১ ব্যাচের এই আইআরএস অফিসার।