দেশ

অনুচ্ছেদ ৩৭০ বিলোপ অসাংবিধানিক, জোটের সমর্থনে বললেন চিদাম্বরম

জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে আনার পক্ষেই কংগ্রেস। গুপকার ঘোষণাপত্রের সমর্থনে বললেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম। শনিবার টুইটারে রাজ্যসভার কংগ্রেস সাংসদ বলেন, ‘২০১৯–এর ৫ আগস্ট মোদি সরকার যা করেছে, তা অসাংবিধানিক। উপত্যকার বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে হবে।’‌ বলেন, জম্মু, কাশ্মীর এবং লাদাখের বিশেষ অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে উপত্যকার মূলস্রোতের সমস্ত রাজনৈতিক দল এক ছাতার তলায় এসে সাংবিধানিক লড়াইয়ের পথ বেছে নিয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানানো উচিত সারা ভারতের।  গত বৃহস্পতিবার বৈঠকে বসেছিল জম্মু–কাশ্মীরের সবকটি রাজনৈতিক দল। জোট গঠন করেই কেন্দ্রের অসাংবিধানিক পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করা হবে, জানান এনসি নেতা ফারুক আবদুল্লা। জোটের নাম দেওয়া ‘‌পিপিলস্‌ অ্যালায়েন্স ফর গুপকার ডেক্লারেশন’‌।