কলকাতা

ধাপে ধাপে ফেরাতে হবে পরিষেবা

১০০ শতাংশ নয়,৭০ শতাংশ নিয়ে অফিস খুলবে, সিদ্ধান্ত বদলে টুইট মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাতে টুইটারে লেখেন, “একাধিক দুর্যোগের সঙ্গে লড়তে হচ্ছে রাজ্যকে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সিদ্ধান্ত সরকারি কর্মদ্যোগকে ৫০ শতাংশ থেকে ৭০ শতাংশে নিয়ে যাওয়া। ধাপে ধাপে কাজ শুরু করাই এখন আমাদের অগ্রাধিকার। সরকারি কাজ শুরু হলে একে একে গণপরিষেবাগুলিকেও সচল করা যাবে।কিন্তু কর্মক্ষেত্রগুলিকে খোলার পথে প্রধান অন্তরায় পরিবহণের অভাব। সরকারি বেসরকারি সব অফিস খুললে কী ভাবে কাজে যাবেন কর্মচারীরা? রয়েছে সংক্রমণ ছড়ানোরও ভয়। পরিস্থিতি মাথায় রেখে মুখ্যমন্ত্রী চাইছেন, বেসরকারি সংস্থাগুলি যতটা সম্ভব বাড়ি থেকেই কাজ করাক কর্মীদের। অফিস চালিয়ে নিয়ে যেতে কতটা লোকবল চাই তা সংস্থার কর্তৃপক্ষকেই স্থির করতে পরামর্শ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ১ জুন থেকে রাজ্যের মন্দির, মসজিদ, গির্জা গুরুদ্বার খুলবে।৮ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি অফিসে ১০০% কর্মী নিয়ে কাজ শুরু করা হবে।