কলকাতাঃ গতকাল দিনভর মেঘলা আকাশ থাকায় দিনের তাপমাত্রা বেশি চড়েনি। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আপাতত দু-একদিন এমনই চলবে। তবে সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসায় মেঘ সঞ্চারিত হচ্ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দক্ষিণ-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা জোরালো বাতাস দক্ষিণবঙ্গের পরিস্থিতি মোটামুটি আরামদায়ক রেখেছে। প্রাক বর্ষায় এমন পরিস্থিতি তৈরি হওয়াই স্বাভাবিক বলে জানাচ্ছেন তাঁরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা জিইয়ে রেখেছে। তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় দু’একদিনে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।