জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ কেন্দ্র কন্টেইনমেন্ট জোনে ৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়িয়ে বাকি অংশে শর্ত সাপেক্ষে ছাড় ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই ২ সপ্তাহের জন্য লকডাউন বাড়ানোর ঘোষণা করল রাজ্য। শনিবার সন্ধ্যায় নবান্নের পক্ষ থেকে জারি করা নির্দেশিকাতেও একাধিক ছাড় দেওয়া হয়েছে। তার মধ্যে অবশ্য অধিকাংশই গতকাল ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্দেশিকায় উল্লেখযোগ্য সংযোজন, শর্ত সাপেক্ষে সিনেমা, সিরিয়াল ও ওয়েব সিরিজের শ্যুটিংয়ে ছাড়। বলা হয়েছে, ১ জুন থেকে অনধিক ৩৫ জন নিয়ে শ্যুটিং করা যাবে। তবে রিয়েলিটি শোয়ের শ্যুটিং বন্ধই থাকবে। এছাড়া ১ জুন ও ৮ জুন থেকে ধর্মীয় স্থান খোলা, সরকারি-বেসরকারি বাস চলাচল, ১০০ শতাংশ শ্রমিক দিয়ে নির্মাণ কাজ চালু, ৭০ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিস খোলা, ১০০ শতাংশ কর্মী নিয়ে জুটমিল, চা বাগান ও মাঝারি, ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ক্ষেত্রে কাজ চালুর মতো কথা বলা হয়েছে। গতকালই এই ঘোষণাগুলি করা হয়েছিল।
লকডাউন ৫.০: দেখে নিন বাংলায় কীসে কীসে ছাড় থাকছে
🔴 ১ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে খুলবে চা বাগান
🔴 ১ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে খুলবে জুটমিল
🔴১ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে খুলবে ক্ষুদ্র, ছোটো, মাঝারি ও বড় কারখানা
🔴 ১ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে চালু হবে নির্মাণ কাজ
🔴 ১ জুন থেকে আন্তঃরাজ্য় সরকারি ও বেসরকারি বাস পরিষেবা চালু। যত সংখ্য়ক বাসে আসন থাকবে, তত সংখ্য়ক যাত্রী উঠতে পারবেন বাসে। দাঁড়িয়ে যাওয়া যাবে না বাসে। যাত্রীদের মাস্ক ও গ্লাভস পরতে হবে।
🔴১ জুন থেকে খুলবে ধর্মীয় স্থান। ১০ জনের বেশি ঢুকতে পারবেন না
🔴 ১ জুন থেকে প্রতি ইউনিটে ৩৫ জন কর্মী নিয়ে ইন্ডোর ও আউটডোর টিভি, ফিল্ম শ্য়ুটিং করা যাবে
🔴৮ জুন থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে খুলবে সরকারি অফিস
🔴 ৮ জুন থেকে খুলবে বেসরকারি অফিস, কত সংখ্য়ক কর্মী নিয়ে কাজ হবে, তা ঠিক করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ওয়ার্ক ফর্ম হোমের পরামর্শ
🔴৮ জুন থেকে খুলবে শপিং মল, হোটেল, রেস্তোরাঁ। নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, সামাজিক দূরত্ব ও প্রয়োজনীয় স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে
দেখে নিন রাজ্য সরকারের সেই নির্দেশিকা –