কলকাতা

নাড্ডা কাণ্ডে আইপিএস আধিকারিকদের শাস্তি মানবে না রাজ্য সরকার! দেবে না এনওসি

 ডায়মন্ডহারবার যাওয়ার পথে শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ের একদম শেষদিকে থাকা একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জেরে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৩জন আইপিএস আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়। এদের অবিলম্বে বাংলা ছেড়ে দিল্লিতে ফিরতে বলা হয়েছে। অর্থা‍ত্‍ তিন আধিকারিককে কেন্দ্রীয় ডেপুটেশনে নিয়ে আসার হুকুম জারি হয়েছিল। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই তিন আইপিএস আধিকারিক অর্থা‍ত্‍ এডিজি(দক্ষিণবঙ্গ) রাজীব মিশ্র, ডিআইজি(প্রেসিডেন্সি রেঞ্জ) প্রবীণ ত্রিপাঠী ও ডায়মন্ডহারবার পুলিশ জেলার সুপার ভোলানাথ পাণ্ডে বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তার যে দায়িত্বে ছিলেন তা তাঁরা দায়িত্ব সহকারে সঠিক ভাবে পালন করেননি। তাই তাঁদের দিল্লিতে ফেরত আনা হচ্ছে। কিন্তু সেই ফেরত আনার প্রক্রিয়াতেই এবার ধাক্কা দিল নবান্ন। জানিয়ে দিল ওই ৩ আধিকারিককে ছাড়া হবে না আর তাঁদের নো অবজেকশান সার্টিফিকেট বা এনওসি’ও দেওয়া হবে না। আর এই সার্টিফিকেট না পেলে ওই আধিকারিকেরা না বাংলা ছেড়ে যেতে পারবেন না অন্য কোথাও যোগদান করতে পারবেন। আর রাজ্য সরকার এই সার্টিফিকেট দিতে বাধ্য নয়। অন্তত কেন্দ্রের হুকুমে তো নয়ই।এদিন ওই ৩ আইপিএস আধিকারিকদের দিল্লিতে ফিরিয়ে আনার ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকার জেরে অনেকেই মনে করছেন, আদতে ওই ৩ আধিকারিককে শাস্তি দিয়ে কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া বার্তা দিতে চাইছে। কিন্তু প্রথম দিকে তা মনে হলেও পরে নবান্ন যখন পাল্টা জবাবে বুঝিয়ে দিল যে ওই ৩ আধিকারিক এখনই ছাড়া পাচ্ছেন না তখনই খেলা কিন্তু আবারও ঘুরে গেল। কার্যত সংবিধানকে সামনে রেখে রাজ্য সরকারের এই পদক্ষেপ এখন কেন্দ্রকেই অস্বস্তিতে ফেলে দিয়েছে। অনেকেই এখন বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা এখন কার্যত বিজেপির ‘আজ্ঞাবহ দাসানুদাসে’ পরিণত হয়েছেন। তাঁর প্রতিটি পদক্ষেপ ও নির্দেশ দেখে এখন অনেকেরই মনে হচ্ছে যে রীতিমত রাজনৈতিক অভিসন্ধি থেকেই তিনি ওই সব নির্দেশ জারি করছেন।ওই ৩জন আইপিএস আধিকারিকদের দিল্লিতে ফিরিয়ে আনার প্রসঙ্গে এদিন তৃণমূলের সাংসদ সৌগত রায় জানিয়েছেন, ‘এরকম করা যায় না, সেন্ট্রাল সুপারিশ করতে পারে। তবে আইনত এদের ছাড়া হবে কিনা তা সিদ্ধান্ত নেবে রাজ্য। যেহেতু তারা নির্দিষ্ট রাজ্যের ক্যাডার। রাজ্য সরকার এনওসি না দিলে তাঁরা রাজ্যের বাইরে পাই রাখতে পারবেন না।’