কলকাতা

পর্ণশ্রীতে বাচ্চাকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল বাবার

মেয়েকে বাঁচিয়ে প্রাণ গেল বাবার। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকল বেহালা পর্ণশ্রী এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, মৃতের নাম সুভাষ পাণ্ডা। বেহালার পর্ণশ্রী বিশালাক্ষী তলার বাসিন্দা সে। পেশায় রেলকর্মী ছিলেন। শনিবার ছাদে মেয়ের সঙ্গে খেলছিলেন সুভাষ বাবু। এদিন মেয়েকে কোলে নিয়ে ছুড়ে ছুড়ে’ খেলার সময়ই বিপত্তি ঘটে। খেলতে খেলতেই নিয়ন্ত্রণ হারান সুভাষবাবু। দেড় বছরের কন্যাসন্তান হাত থেকে নীচে পড়ে যাওয়ার উপক্রম হয়। তবে কোনওরকমে মেয়েকে বাঁচিয়ে নেন তিনি। হাতে থাকা মেয়েকে কোনওভাবে ছাদের ভিতরের দিকে ছুড়ে দেন। প্রাণে বেঁচে যায় শিশুটি। কিন্তু নিজেকে আর সামলাতে পারেননি সুভাষবাবু। নিয়ন্ত্রণ হারিয়ে পা হড়কে ছাদ থেকে নীচে পড়ে যান তিনি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন শিশুটির মা থেকে প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে আসে পুলিশ।