জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ করোনা আবহে এমনিতেই যাত্রী কম। উল্টে স্বাস্থ্য় বিধি মানতে গিয়ে লোক তুলতেও রয়েছে বিধিনিষেধ। শেষে বাস মালিকদের কিছুটা সুরাহা করতে সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি বাস-মিনিবাসের কর মুকুব করল রাজ্য়। রাজ্য় জানিয়ে দিয়েছে করোনা আবহে এমনিতেই পকেটে টান পড়েছে মানুষের।সেখানে দাঁড়িয়ে বাসভাড়া বাড়ানো যাবে না। তবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর মুকুবের পথে হেঁটেছে রাজ্য। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই কথা বলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুব কারা হল। মোটর ভেহিক্যাল অ্যাডিশনাল করও মকুব করা হল। পারমিট ফিও মকুবের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য় সরকার।