দেশ

রাজকোষ শূণ্য, বেতন দেওয়ারও অর্থ নেই, কেন্দ্রের থেকে ৫ হাজার কোটি চাইল দিল্লি সরকার

নয়াদিল্লিঃ রাজকোষ শূণ্য। বেতন দেওয়ারও অর্থ নেই সেখানে। এই পরিস্থিতিতে কেন্দ্রের দ্বারস্থ হল দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার। কর্মীদের বেতন দিতে হিমশিম অবস্থা। কেন্দ্রের কাছে ৫,০০০ কোটি টাকার আর্থিক সহায়তার আর্জি জানাল দিল্লি সরকার। টুইট করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, ‘আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি এই কঠিন সময়ে দিল্লির জনগণকে সহায়তা করা হোক’। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া (বর্তমানে অর্থ দফতরেরও দায়িত্বে) বলেন, ‘অন্যান্য রাজ্যেক দেওয়া হলেও বিপর্যয় ত্রাণ তহবিল থেকে দিল্লিকে কোনো আর্থিক সাহায্য করেনি কেন্দ্র। আমি কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছে, দিল্লিকে ৫,০০০ কোটি টাকার আর্থিক সাহায্য করা হোক’। প্রতিমাসে সরকারি কর্মীদের বেতন বাবদ দিল্লির ব্যয় হয় সাড়ে তিন হাজার কোটি টাকা। একই সঙ্গে সিসোদিয়া বলেন, ‘এমনিতেই গত দু’মাসে আমাদের জিএসটি বাবদ সংগ্রহ মাত্র ৫০০ কোটি টাকা। ফলে আমাদের কর্মীদের বেতন দিতে কমপক্ষে ৭,০০০ কোটি টাকার দরকার। এই কর্মীদের একটা বড়ো অংশ সামনের সারিতে থেকে করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন’।