সর্বভারতীয় স্তরে জমি শক্ত করতে চাইছে তৃণমূল। নজর এবার ত্রিপুরায়। আর সেই সুবাদেই এবার ত্রিপুরাবাসীকে কেরপুজোর শুভেচ্ছা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সাধারণত বিভিন্ন উপজাতির মানুষ এই পুজো করে থাকেন। প্রতি বছরই এই সময় রাজ্যবাসীর মঙ্গলকামনায় কের পূজা করা হয়। এই পুজো ত্রিপুরার সংস্কৃতির একটি অন্যতম অঙ্গও বটে। সেই সঙ্গে আদিবাসীদের এটি ঐতিহ্যেরও প্রতীক। এদিন টুইটারে তিনি লেখেন, কেরপুজোর জন্য ত্রিপুরাবাসীদের আন্তরিক শুভেচ্ছা। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি।’ ইতিমধ্যেই ত্রিপুরায় আই-প্যাক টিম নিয়ে ওই রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে হই-হট্টগোল সেই পালে আরও হাওয়া লাগিয়েছে। পাশাপাশি শুক্রবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক-সহ ৭ জন তৃণমূলে যোগ দিয়েছেন। আর তৃণমূল নেত্রী তথা এরাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রিপুরাবাসীদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তার টুইট স্বাভাবিকভাবেই তৃণমূলের ভবিষ্যতের লক্ষ্য কী, তা আরও স্পষ্ট করে দিল।