দেশ

পঞ্চম দফার আর্থিক প্যাকেজের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী

করোনা মোকাবিলায় দেশের আর্থিক প্যাকেজের পঞ্চম দফার ঘোষণা আজ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিনও একাধিক ক্ষেত্রে তিনি উন্নয়নের বার্তা দিয়েছেন। ঘোষিত হয়েছে বহু আর্থিক প্যাকেজ। সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা ও ব্যবসা ক্ষেত্রকে ঢেলে সাজাতে বিভিন্ন পরিকল্পনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ একনজরে দেখে নিন কী কী ঘোষণা হল –

🔵 ১০০ দিনের কাজে ৪০ হাজার কোটি টাকার বাড়তি বরাদ্দ ৷ পরিযায়ী শ্রমিকদের জন্য ১০০ দিনের কাজের ব্যবস্থা কেন্দ্রের ৷
🔵 শ্রমিকদের বাড়ি ফেরাতে ট্রেন ভাড়ার ৮৫ শতাংশ খরচ বহন করছে কেন্দ্র ৷
🔵 আবাসন শ্রমিকদের জন্য ৩,৯৫০ কোটি টাকার প্রকল্পের ঘোষণা ৷
🔵 জনধন অ্যাকাউন্টে ২০ কোটি মানুষকে টাকা দেওয়া হচ্ছে ৷ জনধন যোজনায় ১০ হাজার ২৫ কোটি টাকা ৷
🔵 উজ্জ্বলা প্রকল্পে ৬.৮১ কোটি গ্যাস সিলিন্ডার পৌঁছে দিয়েছে কেন্দ্র ৷
১৬,৩৯৪ কোটি টাকা কৃষক যোজনায় ব্যয় ৷
🔵কর্মসংস্থান বাড়াতে MNREGA-র খাতে অতিরিক্ত ৪০ হাজার কোটি বরাদ্দ।
🔵 করোনা মোকাবিলায় ১৫ হাজার কোটি টাকা সাহায্য ৷
🔵 ৪,১১৩ কোটি টাকা সাহায্য রাজ্যগুলিকে ৷
🔵 উচ্চশিক্ষায় অনলাইন ব্যবস্থা ৷ ১০০টি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস ৷ স্বয়ংপ্রভার মতো ১২টি অনলাইন চ্যানেলের মাধ্যমে পড়াশোনা ৷ এছাড়া ই-পাঠশালায় ৩৪ হাজার বই যুক্ত হয়েছে ৷
🔵 দেশে ৩০০-র বেশি পিপিই তৈরি সংস্থা রয়েছে ৷ ৫১ লাখ পিপিই কিট সরবরাহ করা হয়েছে সারা দেশে ৷ ৫ লাখের বেশি মাস্ক তৈরি হচ্ছে ৷ প্রত্যেক ব্লকে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র ৷ সব জেলায় সংক্রামক রোগের চিকিৎসা ৷
🔵 কর্পোরেট আইনে সংশোধন ৷ ৩০০ কোটি কর্মদিবস তৈরির ঘোষণা ৷স্ট্র্যাটেজিক সেক্টর-এর তালিকা তৈরি ৷ তালিকা অনুযায়ী বেসরকারিকরণ ৷ চারটের বেশি সংস্থার সংযুক্তকরণ নয় ৷
🔵 কেন্দ্রীয় হারে সংস্কার করলে ইনসেনটিভ ৷
🔵 GSDP-র ৫ শতাংশ ঋণ নিতে পারবে রাজ্যগুলি ৷
🔵 ৩.৫ শতাংশ বিনাশর্তে ধার নিতে পারবে ৷ ১.৫ শতাংশ ধার শর্তসাপেক্ষে ৷
🔹 শর্ত-১ : এক দেশ, এক রেশন কার্ড ৷
🔹 শর্ত-২ : জেলাগুলিতে বাণিজ্যবান্ধব পরিবেশ ৷
🔹 শর্ত-৩ : বিদ্যুৎবন্টন ৷
🔹 শর্ত-৪ : পৌরপ্রশাসনে সংস্কার ৷