দেশ বিদেশ

ভারতকে ১ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক প্যাকেজ বিশ্ব ব্যাংকের

সামাজিক সুরক্ষা হিসেবে বিশ্বব্যাঙ্ক ভারতকে ১ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহয্যের কথা ঘোষণা করল। ভারতীয় মুদ্রায় এর মূল্য সাড়ে ৭ হাজার কোটি টাকা। এই অর্থ ভারত সরকার তার সরকারি প্রকল্পে কাজে লাগাতে পারবে। বিশ্বব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ভারত সরকারের ৪০০ বেশি সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে বাস্তবায়িত করতেই এই সিদ্ধান্ত। বিশ্ব ব্যাঙ্কের ভারতের ডিরেক্টর জুনেদ আহমেদ জানান, প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর মিশন’ এই পরিস্থিতি মোকাবিলায় খুবই গুরুত্বপূর্ণ। তাঁর মতে, করোনা পরিস্থিতিতে ভারত জীবন এবং জীবনযাপনের পার্থক্য করা যাচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘গরিব কল্যাণ যোজনা’-তে এই অর্থ যথেষ্ট সাহায্য করবে বলেই আশা জুনেদ কামাল আহমেদের। এটাই বিশ্ব ব্যঙ্কের সবচেয়ে বড় প্রজেক্ট। আহমেদ জানান, সামাজিক প্রকল্পগুলির সুবিধা পেতে মানুষকে যেন হয়রান না হতে হয়, সেই কারণে ভারত সরকারের দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে বিশ্ব ব্যাঙ্ক।