বিদেশ

শান্তিতে নোবেল পেল বিশ্ব খাদ্য কর্মসূচি

এবার কোনও ব্যক্তি নয়, নোবেল শান্তি পুরস্কার ২০২০ তুলে দেওয়া হল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির হাতে। ক্ষুধা নিরসনে অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ব খাদ্য কর্মসূচিকে এই সম্মানে ভূষিত করা হল, বলে জানিয়েছে নোবেল কমিটি। এবার এই পুরস্কারের জন্য ৩১৮টি নামের মনোনয়ন জমা পড়েছিল। ২১১ জন ব্যাক্তি এবং ১০৭টি সংস্থার নাম ছিল। তাদের মধ্যে বেছে নেওয়া হল জাতিসংঘের এই কর্মসূচিকে। আগামী ১০ ডিসেম্বর ওসলোয় আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশ্ব খাদ্য কর্মসূচিকে এই সম্মানে ভূষিত করা হবে। এক স্বর্ণপদক ছাড়াও, বিজয়ীর হাতে ১.১ মিলিয়ন মার্কিন ডলার তুলে দেবে কমিটি।