বিজ্ঞান-প্রযুক্তি

বেঁধে দেওয়া হল গুগল মিট অ্যাপ ব্যবহারের সময়সীমা, মাত্র ১ ঘন্টা ফ্রি

বেঁধে দেওয়া হল গুগল মিট অ্যাপ ব্যবহারের সময়সীমা। ৩০সেপ্টেম্বর পর্যন্ত যত ইচ্ছা এবং যতক্ষণ ইচ্ছা গুগল মিট অ্যাপ ব্যবহার করে নেওয়া যাবে। কিন্তু তারপর থেকেই ৬০ মিনিট ফ্রি দেবে গুগল মিট অ্যাপ। এপ্রিল মাসেই গুগল এই নির্দেশ জারি করলেও অক্টোবরে এই নিয়ম চালু হবে। লকডাউন শুরু হলে ঘর থেকে মিটিং করা বা অনলাইন পড়াশোনা করার জন্য গুগল এই মিট অ্যাপ লঞ্চ করে। এই অ্যাপ ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা মিটিং, ক্লাস বা বন্ধুদের সঙ্গে গল্প করা যেত। তবে এই সব কিছুই চলতি মাসের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তারপর থেকে ১ ঘন্টার মধ্যেই সারতে হবে মিটিং। তবে এক ঘন্টা পর মিটিং শেষ করে ফের নতুন লিঙ্ক তৈরি করে আবার ৬০ মিনিট ফ্রিতে ব্যবহার করা যাবে। গুগলের ‘জি সুট’ এবং ‘জি সুট ফর এডুকেশন’-এর কিছু পরিষেবার অক্টোবর থেকে আর ফ্রিতে পাওয়া যাবে না। এই পরিষেবায় ২৫০ জন পর্যন্ত মিটিংয়ে যোগ দিতে পারত। লাইভ স্ট্রিমিং করা যায় ১০ হাজার মানুষকে নিয়ে। এই মিটিং গুলি গুগল ড্রাইভে সেভ করে রাখা যেত। কিন্তু এবার এই পরিষেবা গুলি পেতে হলে প্রতি মাসে খরচ করতে হবে ২৫ ডলার।