দেশ

নতুন সংসদ ভবন উদ্বোধনে বাধা নেই প্রধানমন্ত্রীর, জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিমকোর্টে

সংসদের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই। রইল না আইনি বাধা। প্রধানমন্ত্রীর বদলে রাষ্ট্রপতিকে দিয়ে এই ভবনের উদ্বোধন করানোর দাবিতে হওয়া মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন, নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূরই। এই মর্মে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। জয়া সুকিন নামের এক আইনজীবী শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁর দাবি ছিল, ভারতীয় সংবিধানের ৭৯ ধারায় স্পষ্ট বলা আছে দেশের সংসদ গঠিত হয়েছে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে। যেহেতু রাষ্ট্রপতি সংসদের শীর্ষাসনে, তাই নয়া ভবন উদ্বোধন হওয়া উচিত তাঁর হাতেই। কিন্তু আইনজীবীর করা সেই মামলা পুরোপুরি খারিজ করে দিল শীর্ষ আদালত। আগামী ২৮ মে রবিবার উদ্বোধন হবে সংসদের নতুন ভবনের।