বিদ্যুৎ-এর বিল নিয়ে ক্ষোভ প্রশমনে উদ্যোগী হয়েছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজ বিদ্যুৎভবনে CESC কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি । বৈঠক শেষে শোভনদেব চট্টোপাধ্যায় দাবি করেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে । যদিও CESC-র তরফে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি ৷ এদিন বৈঠক শেষে বিদ্যুৎমন্ত্রী জানান, “চলতি মাসের বিদ্যুতের বিল পরিশোধ করার সময় দেওয়া হবে । কোনও অবস্থাতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না । বিগত দুই মাসের বিল নিয়ে পরে সিদ্ধান্ত নেবে CESC । গ্রাহকরা নির্দিষ্ট ছাড়ও পাবেন । অন্যদিকে, চলতি মাসের বিল জমা দেওয়ার সময় পেরিয়ে গেলেও কোনরকম জরিমানা করা হবে না । ” মন্ত্রী আরও বলেন, “সবমিলিয়ে আজকের বৈঠক ফলপ্রসূ হয়েছে ।”