নেট মাধ্যমে মেসেজে যোগাযোগের নতুন অ্যাপ আনতে এবার তৎপর নরেন্দ্র মোদী সরকার। সরকারি সূত্রে খবর এর মধ্যেই কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রক গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। সংবাদ ও সন্দেশ নামে দুটি অ্যাপ ইতিবাচক ভাবে কাজ করছে বলেও খবর। এই অ্যাপ দুটিতে শুধু ‘চ্যাট’ই নয় ‘কল’ও করা যাবে। সম্প্রতি বহুল ব্যবহৃত হোয়াটস্ অ্যাপের নয়া নিরাপত্তা বিধি ঘিরে বিতর্কে দানা বেঁধেছে অনেকদিন ধরেই। গত জানুয়ারী মাসে পরিষেবা সংক্রান্ত সুরক্ষাবিধি বদলের ঘোষণা করে অ্যাপটি। ৮ ফেব্রুয়ারী অবধি সময়সীমাও বেঁধে দেওয়া হয়। তবে অগুণতি গ্রাহকের বাধা, প্রতিবাদ এবং সরকারি হস্তক্ষেপের জেরে সময়সীমা পিছোতে বাধ্য হয় হোয়াটস্ অ্যাপ। এমনকি বহু সংখ্যক ব্যবহারকারী অন্যতম বহুল ব্যবহৃত মেসেজিং অ্যাপ সিগনাল ব্যবহারের চিন্তাভাবনাও শুরু করেন।নতুন অ্যাপ আনতে চাইছে কেন্দ্র। এতে ভালো ব্যবসার বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। মন্ত্রী এবং সরকারি আধিকারিক ও কর্মীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে একটি অ্যাপ তৈরির কাজ চালাচ্ছে ‘ন্যাশনাল ইনফরম্যাটিস সেন্টার’। সেটির নাম দেওয়া হয়েছে, ‘গিমস’ (গভর্নমেন্ট ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস)।