দেশ

রাস্তায় ধস নামায় আটকে হাজার হাজার তীর্থযাত্রী, ফের স্থগিত কেদারনাথ যাত্রা

 কেদারনাথ মন্দির খোলার পর থেকে সবসময় ভক্তদের যাত্রা লেগে থাকে। কিন্তু দেখা যায় বর্ষাকালে বিভিন্ন দুর্যোগ হওয়ার জন্য মূলত পাহাড়ি রাস্তার যাত্রা করা খুব কঠিন হয়ে পড়ে। ঠিক এই পরিস্থিতিতে শনিবার সকাল থেকেই কেদারনাথ যাত্রা বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। জঙ্গল চটি থেকে হিমালয়ান মন্দির অব্দি পায়ে হেঁটে যাওয়ার রাস্তা ভেঙে যাওয়ার কারণে তীর্থযাত্রা বাতিল করা হয়েছে।  রুদ্রপ্রয়াগের পুলিশ অধিক কক অক্ষয় পোলাদ কোন্ডে কেদারনাথ থেকে ফিরছেন যে সকল তীর্থযাত্রী এবং তার সাথে গৌরীকুন্ড এবং সোনপ্রয়াগ থেকে মন্দিরের জন্য যে সকল তথ্যযাত্রীরা যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তার ১০ থেকে ১৫ মিটার রাস্তা একাংশ প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যাত্রা বন্ধ করে দেয়া হয়েছে।