প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের দেভোগ গ্রামে স্নান করতে নেমে নদীতে ডুবে মৃত্যু হল ৩ শিশুকন্যার৷ এলাকায় নেমেছে শোকের ছায়া। সূত্রে খবর, দেভোগ এলাকায় কেলেঘাই নদীর পাড়ে ঝুপড়ি বানিয়ে থাকত বেশ কিছু বেদে পরিবার। আজ দুপুর নাগাদ ওই বেদে পরিবারের ৩ শিশু কেলেঘাই নদীতে স্নান করতে যায়৷ প্রথমে ছোট বোন বানু বেদ(৬) স্নান করতে নেমে নদীতে তলিয়ে যায়৷ তাকে বাঁচাতে জলে নামে অপর দিদি জানু শবর (৭), দু’জনকে তলিয়ে যেতে দেখে বাঁচাতে নদীতে নেমে যায় বড় দিদি কদম শবর (১০)৷ সাঁতার না জানায় এরপর তিনজনই নদীতে তলিয়ে যায়। তিন শিশুর দেহ উদ্ধার করে এলাকাবাসী। খবর দেওয়া হয় সবং থানায়। ঘটনাস্থলে সবং থানার পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে নিয়ে যায়।