গরু পাচার-কাণ্ডে ধৃত তিনজনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। বুধবার ধৃত ইয়াসিন খান, নেহাল খুরেশি এবং মিরাজ খুরেশিকে আদালতে তোলা হয়। পুলিশ ১৪ দিনের হেফাজত চেয়ে আবেদন করে। ওই তিনজনই বিহারের বাসিন্দা। মঙ্গলবার ভোরে পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়কের উপর কুড়া থানার বিষপুড়িয়া মোড়ে ২২টি গরু বোঝাই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। একটি নামী বেসরকারি দুগ্ধ সংস্থার লোগো লাগানো কন্টেনারে করে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়িটির কলকাতায় আসার কথা ছিল বলে পুলিশ তদন্তে জানতে পারে। দুর্ঘটনার কবলে পড়ায় পাঁচটি গরু মারা যায়। বাকি বেশ কয়েকটি গরু জখম হয়। তাদের স্থানীয় পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা্স্থল থেকে গাড়ির চালক, খালাসি এবং এক যুবক পালিয়ে যায়। বাকি তিনজনকে পুলিস গ্রেফতার করে। অভিযোগ উঠেছে, ওই গাড়িতে উত্তরপ্রদেশের স্টিকার লাগানো ছিল। তৃণমূলের অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে গরু পাচার হচ্ছিল। গাড়ির রেজিস্ট্রেশনও উত্তরপ্রদেশের।