রিলস বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন কিশোর। জানা গেছে, মুর্শিদাবাদের সুতি থানার ফিডার ক্যানেলের উপর আহিরণ সেতুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ট্রেনের ধাক্কায় গুরুতর জখম আরও ২ যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, মৃতরা হল আমাউল শেখ (১৪), রিয়াজ শেখ (১৬) ও সামিউল শেখ (১৭)। মৃতদের বাড়ি সুতি থানার ইংলিশ সাহাপাড়া। বুধবার বিকাল সাড়ে তিনটা নাগাদ আহিরণ সেতুর উপর দাঁড়িয়ে কয়েকজন ‘রিল’ তৈরি করছিল। সেই সময়ে জঙ্গিপুর থেকে ফরাক্কাগামী একটি ট্রেন চলে আসে। ট্রেনটি দ্রুত গতিতে সেতুর উপর চলে আসায় রেললাইনের উপর দাঁড়িয়ে থাকা নাবালকেরা সরে যাওয়ার সময় পায়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আমাউল শেখ, রিয়াজ শেখ ও সামিউল শেখের। গুরুতর জখম হন রোহিত শেখ ও আকাশ শেখ নামে আরও দুই কিশোর। আহত ও মৃত কিশোরেরা প্রত্যেকেই একে অপরের বন্ধু। তাঁরা অরঙ্গাবাদের একটি বেসরকারি ইংরাজি মাধ্যমের ছাত্র। রেল পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।