কলকাতা

‘আমি এভাবে চাকরি পাইয়ে দিতে পারি না, কেঁদে লাভ নেই, কোর্টে যান, মুখ্যমন্ত্রী মানবিক’! চাকরিপ্রার্থীদের বললেন বিচারপতি

এদিন সন্ধেবেলায় হঠাৎই বিধাননগরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান এসএলএসটি চাকরিপ্রার্থীরা। তখন প্রাথমিকভাবে তাঁদের আটকে দেয় পুলিশ। এরপর কিছুক্ষণ পরে বাড়ি নীচে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে তাঁকে দেখেই কান্না ভেঙে পড়েন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলার ফাঁকেই ফোন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানতে পারেন, একটি মামলা কারণেই নিয়োগ আটকে রয়েছে। বিচারপতি বলেন, ‘আমার কাজের একটা ক্ষেত্র আছে। আমি এভাবে চাকরি পাইয়ে দিতে পারি না। তার জন্য আইনেরই দ্বারস্থ হতে হবে। চাকরি যদি প্রাপ্য হয়, তাহলে ব্যবস্থা হবে। দু’শো বছর রাস্তায় বসে থাকলেও লাভ হবে না’। চাকরিপ্রার্থীরা বলেন, ‘আমাদের চাকরি নেই। মামলার খরচ জোগাড় করা দুঃসাধ্য’। বিচারপতির পরামর্শ, ‘লিগাল এইডে গিয়ে আপনারা আবেদনপত্র জমা দিন। নিশ্চয়ই সেখান থেকে বিনাখরচে আইনি সাহায্য পাবেন। মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক’।