জেলা

কালিম্পংয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক শিশু সহ একই পরিবারের ৩ জনের

কালিম্পং জেলার পেডং ব্লকে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক শিশু সহ একই পরিবারের তিন জনের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যু হয়েছে রামকুমার বিশ্বকর্মা (৪২), তাঁর স্ত্রী লীলা দর্জি (৩৪) ও তাঁদের তিন বছরের কন্যা সন্তানের। দম্পতির আরেক সন্তান লাভা বাজারে তার দাদুর বাড়িরে থাকায় ওই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে জানা গিয়েছে।এখনও পর্যন্ত পাওয়া খবরে, প্রত্যন্ত গ্রামের পাহাড়ি ঢালে একটি ছোট কাঠের বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করেন ওই দম্পতি। রবিবার ভোর রাতে ঘুমিয়ে থাকার সময়ই ঘরের উনুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কাঠের ঘর হওয়ায় মুহুর্তে আগুন গোটা ঘরকে গ্রাস করে। ঘরের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তিনজনের বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রথমে আগুন দেখে আশেপাশের গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তারা বিফল হন। প্রত্যন্ত গ্রাম হওয়ায় দমকলের পৌঁছতেও দেরি হয় । এরপর যতক্ষনে দমকল ঘটনাস্থলে পৌঁছয় ততক্ষণে গোটা বাড়ি পুড়ে খাক হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর দুপুর নাগাদ পেডং থানার পুলিশ ওই তিনজনের দেহ উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।