দেশ

৯ দিন পার, উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মান সুড়ঙ্গে আটকে বাংলার ৩ শ্রমিক সহ ৪১

নবম দিনে পড়ল। এখনও আটকে রয়েছেন উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মান সিল্কিয়ারা টানেলে আটকে পড়া ৪১ জন শ্রমিক। ১২ নভেম্বর ওই নির্মীয়মান টানেলে ধস নামে। আর তারপর থেকেই সেখানে আটকে রয়েছেন শ্রমিকরা। সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করে আনতে প্রশাসনের তরফে চলছে উদ্ধারকাজ। আটকে পড়া শ্রমিকদের মধ্যে রয়েছেন বাংলার তিনজন সম্প্রতি সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া শ্রমিকদের নাম প্রকাশ্যে এসেছে। তালিকা অনুযায়ী টানেলে আটকে পড়া শ্রমিদের বেশিরভাগই ঝাড়খণ্ডের। ইতিমধ্যেই অনেক শ্রমিকের পরিবারের সদস্যরা দুর্ঘটনাস্থলে এসে তাঁদের শারীরিক অবস্থা সম্বন্ধে খোঁজখবর নিচ্ছেন। শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে উত্তরকাশীতে আরও তিনজন আধিকারিককে পাঠিয়েছে ধামি সরকার। এদিকে যেসব শ্রমিকের পরিবাবের সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন বা আসবেন তাঁদের যাওয়া-আসার খরচ বহন করবে উত্তরাখণ্ড সরকার। তাঁদের থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, মোবাইলের খরচও বহন করবে প্রশাসন। আংশিক ভেঙে পড়া টানেলের মধ্য়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার জন্য নিয়ে আসা হয়েছে ডিআরডিওর রোবট। ১২ নভেম্বরের উত্তরকাশীর সিল্কইয়ারা টানেলে বিপর্যয়ের জেরে ভেঙে পড়ে টানেলের একাংশ। আটকে পড়ে টানেলের মধ্যে কাজ করতে থাকা প্রায় ৪১ জন শ্রমিক। দক্ষস নামের রোবটিটে টানেলের ভেতরে পাঠানো হবে পরিস্থিতি সম্পর্কে জানার জন্য।