জেলা

দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা

অশনির জেরে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস।গত ৬ ঘণ্টায় প্রায় ২৫ কিলোমিটার বেগে প্রায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছিল এই ঘূর্ণিঝড়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ, ৯ মে ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীভূত হয়েছিল ঘূর্ণিঝড় অশনি।পশ্চিমকেন্দ্রীয় এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে নিকোবর দ্বীপপুঞ্জ থেকে প্রায় ৮৭০ কিমি পশ্চিম-উত্তর-পশ্চিমে, পোর্ট ব্লেয়ার-এ, ৭৩০ কিমি পশ্চিম-উত্তর-পশ্চিমে, ৫৫০ কিমি দক্ষিণ-পূর্বে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং ৬৮০ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে ওড়িশার পুরী শহরে এর প্রভাব দেখা যাবে।এটি ১০​​মে পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল থেকে পশ্চিমকেন্দ্র এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছানোর খুব সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এটি ধীরে ধীরে দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এখন ‘অশনি’র গতিবেগ ঘণ্টায় ২১ কিলোমিটার। এটি আগামিকাল রাত পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে।আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দক্ষিণবঙ্গ ও উপকূলীয় জেলাগুলিতে।