কলকাতা

আগামীকাল মন্ত্রিসভার বৈঠক, জল্পনা তুঙ্গে

আগামিকাল মন্ত্রিসভার বৈঠক। আর সেই বৈঠককে কেন্দ্র করেই শুরু হয়েছে জল্পনা। কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। প্রশাসনিক হিসেব অনুযায়ী এই বৈঠক রুটিন মাফিক। তবে পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত এই প্রথম মন্ত্রিসভার বৈঠক হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়া। জল্পনা, তবে কি মন্ত্রিসভা থেকে সরানো হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে? সরালে সেই দায়িত্ব কাকে দেওয়া হবে? না কি মুখ্যমন্ত্রী নিজেই নজর রাখবেন ওই দফতরে? তবে কাওকে সরানো বা নতুন কাওকে দায়িত্ব দেওয়ার জন্য ক্যাবিনেট বৈঠকের প্রয়োজন হয় না। মুখ্যমন্ত্রী নিজেই তা করতে পারেন। প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী হিসেবে যে গাড়ি পেয়েছিলেন তা ফিরেছে বিধানসভার গ্যারেজে। চাবি তুলে দেওয়া হয়েছে বিধানসভা কর্তৃপক্ষের হাতে। ফেরানো হয়েছে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদেরও। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। উল্লেখ্য, তৃণমূলের তরফে আগেই বলা হয়েছিল, আদালতে দোষী প্রমানিত হলে দল কড়া ব্যবস্থা নেবে অভিযুক্ত এই নেতার বিরুদ্ধে। তৃণমূল সুপ্রিমো নিজে বলেছেন, আদালতে দোষী প্রমাণিত হলে অভিযুক্ত নেতার যাবজ্জীবন কারাদণ্ড হলেও তাঁর কোনও অসুবিধা নেই। এই অবস্থায় মন্ত্রিসভার বৈঠকের দিকে তাকিয়ে রাজ্য।