কলকাতা

ভাইফোঁটার দিন সাত সকালে ডাক না পেয়েও ইডি দফতরে টিটাগড় পুর চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী

বুধবার ভাইফোঁটার দিন সাত সকালে ইডি দফতরে হাজির টিটাগড় পুরসভার চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে আগেও একাধিক তলব করা হয়েছিল। ৭ ও ৮ নভেম্বর ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন প্রশান্ত। ফের তাঁকে ইডি দফতরে দেখা যাওয়ায় কৌতুহল তৈরি হয়। এদিন সকালে ইডি দফতর থেকে ফাইল হাতে বেরোতে দেখা যায় প্রশান্তকে। বাইরে অপেক্ষারত সংবাদমাধ্যম প্রশ্ন করতে তিনি বলেন, ‘না না, আমাকে আজ ডাকা হয়নি। তদন্তকারী আধিকারিক ছুটিতে রয়েছেন। আমাকে ফের কবে ডাকা হতে পারে তা জানার জন্যই আমি আজ এখানে এসেছিলাম। কনফার্ম হওয়ার জন্য আমি এসেছিলাম। কারণ সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। দেখা গেল উনি যেদিন ফিরলেন, সেদিন অন্য কোনও কাজে আমি বাইরে রয়েছি। বলা হয়েছে পরে ফোন করে জানিয়ে দেওয়া হবে। জিজ্ঞাসাবাদ কিছু হচ্ছে না। আমাদের নথি জমা দিতে হচ্ছে। আমার সময় টিটাগড় পুরসভাতে ২৪০ জনকে নিয়োগ করা হয়েছিল।’