কলকাতা

‘বিরোধীদের উস্কানিতেই সন্দেশখালির ঘটনা’, অভিযোগ তৃণমূলের

তৃণমূল নেতা শাহজাহান শেখ, শিবু হাজরা এবং উত্তম সর্দারের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন সন্দেশখালির মহিলারা। যাকে কেন্দ্র করে গত দু’দিন ধরে উত্তপ্ত জেলিয়াখালি এলাকা। অগ্নিগর্ভ পরিস্থিতি। শিবুর তিনটি পোলট্রি ফার্ম, বাড়ি এবং বাগানবাড়িতেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। বিরোধীদের উস্কানিতেই সন্দেশখালিতে এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ তৃণমূলের। পাশাপাশি শাসক দলের তরফে আরও দাবি করা হচ্ছে, দু’দিন পর সন্দেশখালি নিয়ে কোনও ইস্যুই থাকবে না।এদিন তৃণমূলের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বীরবাহা হাঁসদা। সেখানেই সন্দেশখালি ইস্যুতে বলতে গিয়ে কুণাল বলেন, ‘কিছু মানুষের, কিছু ক্ষণের জন্য হয়তো কোনও ক্ষোভ ছিল। কোনও ব্যক্তির গলদ থাকতে পারে। কোনও এক ব্যক্তির সঙ্গে অন্য কোনও এক জনের সমস্যা থাকতে পারে।’ কুণাল ঘোষ আরও বলেন, ‘সেই সমস্যার জন্য কংগ্রেস, সিপিএম, বিজেপি এবং আর একটা দল মানুষকে উস্কে দিয়ে সাময়িক গন্ডগোলের চেষ্টা করছে। প্ররোচনা দিয়েছে। সংযত ছিল তৃণমূল এবং পুলিশ। দু’দিন বাদে দেখা যাবে এই সমস্যা আর নেই।’