কলকাতা

আগামী ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন’ সভা

লোকসভা ভোটের আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশ। আগামী ১০ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল জনগর্জন সভার মূল বক্তা স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ফেসবুকে ব্রিগেড চলো-র ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি উল্লেখ করেন, ”বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা – ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগড চলো।” আরামবাগের পর ২ তারিখ কৃষ্ণনগরে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। তার পর আবার ৮ মার্চ বারাসতে সভা করবেন তিনি। অর্থাৎ এক সপ্তাহের মধ্যে তিনবার বাংলায় আসবেন মোদি। এরপরই ১০ মার্চ ব্রিগেডের ডাক দিয়েছে তৃণমূলে। ইতিমধ্যেই জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, ব্রিগেড থেকেই যে তিনি লোকসভা ভোটের মূল প্রচার শুরু করবেন, তা বলাই বাহুল্য। এদিকে, ইন্ডিয়া জোটের কোন কোন মুখ ব্রিগেডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, তা এখনও স্পষ্ট না হলেও ব্রিগেডে যে চমক থাকবেই তা নিয়ে নিশ্চিত তৃণমূল নেতারাও।