জেলা

গণনার দিনেও ডায়মন্ড হারবারে বোমাবাজি, মুর্শিদাবাদে আক্রান্ত তৃণমূল প্রার্থী, অভিযোগ সিপিএমের বিরুদ্ধে

রাজ্য পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে মঙ্গলবার সকাল ৮টা থেকে। গত শনিবার ভোটের দিন রাজ্যের বিভিন্ন এলাকা অশান্ত হয়ে উঠেছিল। ভোটের পর এবার গণনার দিনেও রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তি তৈরি হল। মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে গণনা কেন্দ্রের সামনে বোমাবাজির অভিযোগ উঠল। ডায়মন্ড হারবারে বোমাবাজির ঘটনার পর পথ অবরোধ করে সিপিএম, কংগ্রেস, আইএসএফ। ১৭৭ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ার ফলে থমকে যায় যান চলাচল। অবরোধ তুলতে নেমে ৫ জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে পঞ্চায়েত ভোটের গণনার দিন মঙ্গলবারও উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে। তৃণমূল প্রার্থী এবং তাঁর স্বামীকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থীকে গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বিহারিয়া অঞ্চলের গোবিন্দপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। যদিও ঘটনার পর তৎপর হয় পুলিশ। ঘটনাস্থল থেকে তৃণমূল প্রার্থীকে উদ্ধার করেছে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএম। প্রসঙ্গত রাজ্যের ২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রে ভোটগণনা চলছে। প্রথমে গ্রাম পঞ্চায়েতের আসনগুলি, তার পর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসনে গণনা হবে। কেন্দ্রীয় বাহিণীর নিরাপত্তায় এদিন শুরু হয়েছে ভোট গণনা।