কলকাতা

ব্রিগেডে ‘জনগর্জন’ সভার মঞ্চ থেকে ৪২ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

ব্রিগেডে ‘জনগর্জন সভা’র মঞ্চ থেকে রাজ্যের ৪২ আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃণমূল। টিকিট পেলেন কারা? প্রার্থী তালিকায় যেমন  রয়েছেন সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো দলের প্রবীণ নেতা, তেমনি জায়গা পেলেন সায়নী ঘোষ, দেবাংশু ভট্টাচার্যরাও। বাদ পড়লেন অর্জুন সিং-সহ ৭ বিদায়ী সাংসদ।আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই বাংলার ২০ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। আর তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হল ব্রিগেডের মঞ্চ থেকে। প্রার্থী ঘোষণার জন্য অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে নেন মমতা বন্দ্যোপাধ্যায়।  একনজরে দেখে নিন, কোথায় কাকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় –

কোচবিহার- জগদীশচন্দ্র বাসুনিয়া

আলিপুরদুয়ার- প্রকাশ চিক বরাইক

জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়

দার্জিলিং- গোপাল লামা

রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী

বালুরঘাট- বিপ্লব মিত্র

মালদা উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়

মালদা দক্ষিণ- শাহনাওয়াজ আমি রহমান

জঙ্গিপুর- খলিলুর রহমান

বহরমপুর- ইউসুফ পাঠান

মুর্শিদাবাদ- আবু তাহের খান

কৃষ্ণনগর- মহুয়া মৈত্র

রানাঘাট- মুকুটমণি অধিকারী

বনগাঁ- বিশ্বজিৎ দাস

ব্যারাকপুর- পার্থ ভৌমিক

দমদম- সৌগত রায়

বারাসত- ড. কাকলি ঘোষ দস্তিদার

বসিরহাট- হাজি নুরুল ইসলাম

জয়নগর- প্রতিমা মণ্ডল

মথুরাপুর- বাপি হালদার

ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়

যাদবপুর- সায়নী ঘোষ

কলকাতা দক্ষিণ- মালা রায়

কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়

হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়

উলুবেড়িয়া- সাজদা আহমেদ

শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়

হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়

আরামবাগ- মিতালি বাগ

তমলুক- দেবাংশু ভট্টাচার্য

কাঁথি- উত্তম বারিক

ঘাটাল- দীপক অধিকারী (দেব)

ঝাড়গ্রাম- কালীপদ সরেন

মেদিনীপুর- জুন মালিয়া

পুরুলিয়া- শান্তিরাম মাহাতো

বাঁকুড়া- অরূপ চক্রবর্তীে

বিষ্ণুপুর- সুজাতা খাঁ

বর্ধমান পূর্ব- ড. শর্মিলা সরকার

বর্ধমান দুর্গাপুর- কীর্তি আজাদ

আসানসোল- শত্রুঘ্ন সিন্হা

বোলপুর- অসিতকুমার মাল

বীরভূম- শতাব্দী রায়