পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের আগের দিন সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ গ্রেফতার করেছিল তৃণমূল প্রার্থী মনোজ ঘোষকে। মঙ্গলবার ভোটের গণনার দিন দেখা গেল জয়ী হয়েছেন সেই মনোজ ঘোষ। তৃণমূল প্রার্থী জয়ী হওয়ার পর উচ্ছ্বাসের আবহ কর্মী সমর্থকদের মধ্যে। বীরভূমের নলহাটির বানিওর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন মনোজ ঘোষ। গণনার দিন দেখা যায় ৩০৯ ভোটে জয়ী হয়েছেন তিনি। উল্লেখ্য সোমবার মনোজকে নলহাটি থানায় ডেকে পাঠানো হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, আদালতের নির্দেশে মনোজকে থানায় ডেকে পাঠানো হয়। নলহাটি থানায় জিজ্ঞাসাবাদের পর এনআইএ’র আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মনোজ ঘোষের পাথর খাদান রয়েছে। গত ২৮ জুন আচমকাই নলহাটির বাহাদুরপুরে মনোজের একটি পাথর খাদানে হানা দেন এনআইএ’এর তদন্তকারীরা আধিকারিকরা। দীর্ঘ আট থেকে দশ ঘন্টা সেখানে তল্লাশি চালানো হয়। সেই সময় খাদানের কাছে একটি পরিত্যক্ত ঘর থেকে একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করেন গোয়েন্দারা। এনআইএ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য মনোজকে দু’বার নোটিস পাঠানো হয়। কিন্তু হাজিরা দেননি তৃণমূল নেতা। এরপর আদালতের নির্দেশে তাঁকে ডেকে পাঠানো হয়। পরেই তাঁকে গ্রেফতার করা হয়।